মৌলভীবাজার প্রতিনিধি:: মৌলভীবাজার সদরের আখাইলকুড়া ইউনিয়নের সম্পাশি গ্রামের ৮ বছরের শিশু আব্দুল হাসিম মাহিম খুনের ঘটনায় ক্লুলেস হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।
গত শনিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ৮ বছরের শিশু আব্দুল হাসিম মাহিম বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে তার বস্তাবন্দি মরদেহ মনু নদীতে পাওয়া যায়।
এ ঘটনার সূত্র ধরে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে সদর থানার অফিসার ইনচার্জ জনাব ইয়াছিনুল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব গোলাম মর্তুজা ও বিট অফিসার এসআই আবু নাইয়ুম মিয়া সহ সদর থানার একটি চৌকস দল রহস্য উন্মোচনে মাঠে নামে।
ঘটনার সাথে জড়িত সন্দেহে সম্পাশি গ্রামের সাব্বির বক্স (১৯) সহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। পুলিশের সুকৌশলী জিজ্ঞাসাবাদে সাব্বির বক্স জানায় মাত্র এক হাজার টাকা পাওয়ানাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে সে নিজেই ৮ বছরের শিশু মাহিমকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে। পরে লাশ গুমের উদ্দেশ্যে মনু নদীতে ফেলে দেয়।
শিশু মাহিম হত্যার ঘটনায় সোমবার (১৩ ডিসেম্বর) সাব্বির বক্সকে প্রধান আসামী করে নিহত শিশুর পিতা মোঃ বদরুল ইসলাম বাদি হয়ে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক জানান শিশু মাহিম হত্যার প্রধান আসামী সাব্বির বক্স হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে।