Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে: ইসি সচিব

পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে: ইসি সচিব

অনলাইন ডেস্কঃ

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরুর প্রথম চার ঘণ্টায় গড়ে ৩৭.৫ শতাংশের মত ভোট পড়েছে বলে তথ্য দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ শনিবার (৯ মার্চ) বেলা আড়াইটায় সাংবাদিকদের এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

ইসির অতিরিক্ত সচিব বলেন, নির্বাচন কমিশনের অ্যাপে পাওয়া আংশিক তথ্য অনুযায়ী, কুমিল্লা সিটিতে বেলা ২টা পর্যন্ত ৩৩ শতাংশ এবং ময়মনসিংহ সিটি নির্বাচনে ৪২ শতাংশ পড়েছে।

এসব নির্বাচনের ভোটের পরিবেশ সম্পর্কে অশোক কুমার দেবনাথ বলেন, সকাল থেকে স্থানীয় সরকারের ২৩১ নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে।

ইসির অতিরিক্ত সচিব বলেন, অবশ্য কিছু স্থানে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। বরগুনার আমতলী পৌরসভায় জাল ভোট দেওয়ার ঘটনায় ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া শরীয়তপুরের জাজিরায় জাল ভোট দিতে গিয়ে এক প্রবাসী এবং গাইবান্ধার সাদুল্লাপুরে ৩ জন গ্রেপ্তার হয়েছেন।

About Syed Enamul Huq

Leave a Reply