দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে বাংলাদেশে আগামী ২৯ জুন বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানী ঢাকার বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
এদিকে আগামী ২৭ জুন থেকে ঈদের সরকারি ছুটি শুরু হচ্ছে।
গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ঈদুল আজহার ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এর পরের দিন ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। এ কারণে এবার ঈদের ছুটি হবে পাঁচ দিন। এর আগে গত ঈদুল ফিতরেও এক দিন ছুটি বাড়িয়েছিল সরকার।
ফলে আজ মঙ্গলবার থেকে জিলহজ মাস গণনা করা হবে।
সৌদি আরবে ২৮ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। পবিত্র হজ পালিত হবে ২৭ জুন। ব্রুনাই, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় ২৯ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।
সূত্র: কালের কন্ঠ অনলাইন