অনলাইন ডেস্ক:
পদ্মা সেতু এখন আর শুধু স্বপ্ন নয়, স্বপ্নের সফল বাস্তবায়ন। বহুল প্রতীক্ষিত এই সেতু দিয়ে যান চলাচল শুরু হয়েছে। আজ রবিবার (২৬ জুন) সকাল থেকে সেতু দিয়ে যান চলাচল শুরু হয়।
আজ সকাল ৫টা ৫০ মিনিটের দিকে টোল দিয়ে সেতু পার হন আমিনুল ইসলাম নামের এক মোটরসাইকেল আরোহী।
তিনি মাওয়া থেকে দক্ষিণবঙ্গের দিকে যাচ্ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতুর তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন।
এর আগে শনিবার (২৫ জুন) বেলা ১১টা ৫৮ মিনিটে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে এ সেতুর ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাওয়া প্রান্ত থেকে পদ্মা সেতু পাড়ি দিয়ে জাজিরা প্রান্তে গিয়ে সেতুর নামফলক উন্মোচন করেন এবং মোনাজাতে অংশ নেন।
সূত্র: কালের কন্ঠ অনলাইন