ঢাকা-শিবচর-ভাঙ্গা-রাজবাড়ী রুটে নতুন কমিউটার ট্রেন উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ মে) দুপুরে মাদারীপুরের শিবচর রেলস্টেশনের সামনে ট্রেনটি উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আ. লতিফ মোল্লা, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ডা. মো. সেলিম, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান প্রমুখ।
প্রধান অতিথি রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, ‘ভাঙ্গা হয়ে পায়রা বন্দর পর্যন্ত রেললাইন নির্মাণ করা হবে।
সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। এ লাইনে আরো একটি নতুন কোচ ভাঙ্গা পর্যন্ত দেওয়া হবে।’ এ বছরের জুলাইয়ে যশোর পর্যন্ত রেললাইন চালু করা হবে বলে জানান তিনি।
এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে দেশের সেরা মহাসড়ক এখানে হয়েছে। পরিকল্পিত নগরায়ণের দিকে আমরা এগিয়ে নিচ্ছি এই এলাকা।’