Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
পদ্মায় ফেরি থেকে মাইক্রোবাস পড়ে গেল নদীতে
--সংগৃহীত ছবি

পদ্মায় ফেরি থেকে মাইক্রোবাস পড়ে গেল নদীতে

অনলাইন ডেস্ক:

দৌলতদিয়া ফেরিঘাটে ঝড়ো বাতাসে ৫ নম্বর পন্টুনের তার ছিঁড়ে একটি মাইক্রোবাস পদ্মা নদীতে পড়ে গেছে। মঙ্গলবার (১১ মে) বেলা ১১টার দিকে মাইক্রোবাসটি নদীতে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, কয়েকজন যাত্রী ছিল সেই মাইক্রোবাসে। তবে মাইক্রোবাসটি উদ্ধারের পরে ভেতরে কাউকে পাওয়া যায়নি।

তবে ফায়ার সার্ভিসের পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, ‘মাইক্রোবাসটিতে কোনো যাত্রী ছিল না’। এর মধ্যে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। তবে চালককে পাওয়া যায়নি। 

আশরাফুল ইসলাম আরো বলেন, সকাল আনুমানিক ১১টার সময় ঝড়ো বাতাসের কারণে দৌলতদিয়া ৫ নম্বর পন্টুনের তার ছিঁড়ে যায়। এসময় মাইক্রোবাসটি নদীতে পড়ে গেলে সঙ্গে সঙ্গে ডুবে যায়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে রেকার দিয়ে গাড়িটি উদ্ধার করি এবং স্থানীয়দের সংবাদের ভিত্তিতে গাড়িতে থাকা চালককে উদ্ধারের জন্য ডুবুরিরা চেষ্টা করছে।  

তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, চালক গাড়ির কাচ ভেঙে বাঁচার আকুতি জানালেও কেউ এগিয়ে আসেনি।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুল হক খান মামুন জানান, ঝড়ের কারণে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের পন্টুনের তার ছিঁড়ে একটি মাইক্রোবাস নদীতে পড়ে যায়। গাড়িটিতে কতজন যাত্রী ছিল, তা নিশ্চিত হতে পারেননি।

ইউএনও আরো জানান, খবর পাওয়ার পর থেকেই তিনি ঘটনাস্থলে আছেন।

About Syed Enamul Huq

Leave a Reply