পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা থানা পুলিশ এক অভিযান চালিয়ে উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের ভুল্লিপাড়া থেকে ৯ জন জুয়ারীকে আটক করেছে। এসময় তাদের কাছে থেকে জুয়া খেলার সরাঞ্জাম.২২৬০ টাকা ও একটি মটরসাইকেল জব্দ করেছে। রবিবার রাতে ওই গ্রামের নাজমুল হকের বাড়ি থেকে জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়। আটক কৃতরা হলেন নাজমুল হক,মিজানুর রহমান,মানিক ইসলাম,তছলিম উদ্দিন,খাদেমুল ইসলাম,আসাদুল ইসলাম,বাবুল হোসেন,শামসুল আলম ও নবাব আলী। জুয়ারীতের সবার বাড়ি ঝলইশালশিরি ইউনিয়নে। পুলিশ বাদী হয়ে সোমবার তাদের বিরুদ্ধে বোদা থানায় জুয়া ও স্বাস্থ্য বিধি লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আটক কৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী জুয়ার বোর্ড থেকে ৯ জুয়ারী আটক ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
