পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদায় আমন ক্ষেতে গড়া পচা রোগ প্রতিরোধে সার ও কীটনাশক ব্যবসায়ীর পরামর্শে ভ্যালেন্ট টেক কোম্পানীর লিমিটেডের রাই ও রিলেয়েন্স ওষুধ স্প্রে করে ৮ বিঘা জমির আমন ক্ষেত পুড়ে গেছে, উপজেলার বোদা সদর ইউনিয়নের পুর্ব মাঝগ্রামের কৃষক রবিউল আলম রবির। মঙ্গলবার (১৭ আগষ্ট) সকালে ক্ষেতে ওই ওষুধ স্প্রে করার ৮ ঘন্টা পর আমন ক্ষেত পুড়ে নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ কৃষকের অভিযোগের প্রেক্ষিতে বোদা উপজেলা কৃষি অফিসার আল মামুন অর রশিদ মঙ্গলবার বিকালে ক্ষেত পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্থ কৃষক রবিউল আলম রবি জানান,আমন ক্ষেতে গড়া পচা রোগ দেখা দেওয়ায়.সোমবার বোদা বাজারের খুচরা সার ও কীটনাশক ব্যবসায়ী মেসাস লাবিব ট্রেডাসের মালিক মো.মিন্টুর পরামর্শে তার দোকান থেকে ভ্যালেন্ট টেক কোম্পানীর লিমিটেডের রাই ও রিলেয়েন্স ওষুধের ৬ টি বোতল ১৮ শত টাকায় ক্রয় করেন। মঙ্গলবার সকালে ওই ওষুধ তার ৮ বিঘা আমন ক্ষেতে স্প্রে করলে বিকালে আমন ক্ষেতের চারা গুলো পুড়ে বিবর্ণ হয়ে মরে যাচ্ছে। জানা গেছে ওই কৃষক এবারে ৮ বিঘা জমিতে আমন আবাদ করে। ভেজাল ওষুধে তার আমন ক্ষেত নষ্ট হয়ে ক্ষতির সম্মুখিন হয়েছে। কৃষি বিভাগের মাঠ কর্মকর্তাদের মাঠে নিয়মিত তদ্বারকি না থাকায় কৃষক সঠিক পরামর্শ না পেয়ে লোভী ব্যবসায়ী ও নাম সর্বস্ব কোম্পানীর খপ্পরে পরে ভেজাল সার ও কীটনাশক করে ক্ষতিগ্রস্থ হচ্ছে। কীটনাশক ব্যবসায়ী মো. মিন্টু তার কাছে ওষুধ ক্রয় করা হযেছে বলে জানিয়ে জানান, কীটনাশক কোম্পানীর কর্মকর্তারা যে পরামর্শ দেন সেখাবে তিনি কৃষকদের ওষুধ বিক্রি ও স্প্রে করার পরামর্শ দিয়ে থাকেন। বোদা উপজেলা কৃষি অফিসার আল মামুন অর রশিদ বলেন, দুইটি ওষুধ মিশ্রন করে স্প্রে করার কারনে আমন ক্ষেতের ক্ষতি হয়েছে এবং পুড়ে যাচ্ছে,কৃষি বিভাগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ ক্ষেতটি পুনরুদ্ধারে কৃষককে পরামর্শ দেওয়া হয়েছে। বোদা উপজেলা নির্বাহী অফিসার মো.সোলেমান আলী জানান,খবর পেয়ে কৃষি বিভাগকে ক্ষতিগ্রস্থ আমন ক্ষেত পরিদর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নিদের্শ দিয়েছি।