পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ হলরুমে বঞ্চিতজনের অধিকার শীর্ষক প্রকল্পের আওতায়.করোনাকালীন প্রার্থমিক শিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়। মানুষের জন্য ফাউন্ডেশন ও গণসাক্ষরতা অভিযানের সহায়তায় স্থানিয় স্বেচ্ছাসেবী সংগঠন পল্লী সাহিত্য সংস্থা এই মতবিনিময় সভার আয়োজন করে। বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পল্লী সাহিত্য সংস্থার সভাপতি আব্দুস সামাদ তারার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যানের মধ্যে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু,মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষি রাণী বর্মন, বোদা পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল ও পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন অর রশিদ বক্তব্য রাখেন। সভায় সরকারি ও বেসরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,সমাজ কর্মী,গণ্যমান্য ব্যক্তি,শিক্ষক,সংস্থার কর্মকর্তা ও সাংবাদিকগণ অংশ নেন।