মুক্তাগাছায় মাদ্রাসায় নিয়োগ বাণিজ্য। চাকুরী বঞ্চিতদের উকিল নোটিশ সংবাদ সম্মেলন।
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় শুশুতি আলিম মাদ্রাসায় চাকুরী
প্রার্থীদের অনেককেই না জানিয়ে পছন্দের ও অযোগ্য প্রার্থীদের সাথে আঁতাত করে লকডাউন উপেক্ষা করে গোপনে নিয়োগ পরীক্ষা নিয়ে লাখ লাখ টাকার বিনিময়ে চাকুরী দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বঞ্চিত প্রার্থীদের পক্ষ থেকে মাদ্রাসার অধ্যক্ষ, সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে উকিল নোটিশ জারি করেছে শুশুতি গ্রামের মৃত মেহের আলীর পুত্র মোঃ ওয়ালিউল্লাহ। গত ২৫/০৪/২০২১ ইং তারিখে ময়মনসিংহ জজ কোর্টে বিজ্ঞ আইনজীবী মি. আলী আজগর খান বাবলু বাদীর পক্ষে উকিল নোটিশ জারি করেন। নোটিশে উল্লেখ করা হয় শুশুতি আলিম মাদ্রাসা ২০২০ সালের ২৬ শে ফেব্রুয়ারী স্থানীয় জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে ৩টি পদের জন্য লোক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি পেয়ে চাকুরী প্রত্যাশীরা আবেদন করেন। সরকারের নির্দেশে (কোভিড-১৯)
করোনার জন্য দীর্ঘদিন ইন্টারভিউ বন্ধ ছিল। পরবর্তীতে করোনার প্রভাব বৃদ্ধি পাওয়া
সত্ত্বেও সরকারি নির্দেশ উপেক্ষা করে এবং নিজেরা লাভবান হওয়ার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মাদ্রাসার সভাপতি ও অধ্যক্ষ তাদের পছন্দের কাছ থেকে মোটা টাকার বিনিময়ে এ মহামারী দূর্যোগকালীন সময়ের মধ্যেই অতি গোপনে ইন্টারভিউ নিয়ে তাদের প্রার্থীকে নিয়োগ দেওয়ার পাঁয়তারা করে। পরবর্তীতে ১৭/০৪/২০২১ ইং তারিখে নিয়োগ পরীক্ষার জন্য প্রবেশ পত্র দেয়। কিন্তু পরীক্ষার দুই দিন আগে ১৫/০৪/২০২১ ইং তারিখে রাত ১২ টায় মোবাইল ফোনে প্রার্থীদের জানানো হয় করোনার প্রভাব বৃদ্ধি পাওয়ায় নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। এরই মধ্যে করোনার প্রভাব এক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে মৃত্যুহার চলছিল বাংলাদেশে। এ সময়ে অর্থলোভী উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ শাহাদৎ হোসেন ও সভাপতি মোঃ ইখতিয়ার উদ্দিন আহম্মদ মামুন, অধ্যক্ষ আবু সাঈদ মুহাম্মদ আলী অতিগোপনে যোগসাজসে ৩ জন প্রার্থীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে লকডাউন এবং সরকারের নির্দেশ উপেক্ষা করে উপজেলায় পরীক্ষা না নিয়ে অতিগোপনে শহর থেকে দূরে মনতলা দাখিল মাদ্রাসায় ২৩/০৪/২০২১ ইং তারিখে
পরীক্ষা নিয়ে প্রার্থীদের নিয়োগ দেওয়ার পক্রিয়া করে। এ বিষয়ে নিয়োগ বঞ্চিত
প্রার্থীরা জানতে পেরে সভাপতি, অধ্যক্ষ ও উপজেলা শিক্ষা অফিসারের কাছে প্রতিবাদ করলে তারা প্রার্থীদের সাথে অশালীন আচরণ করে। এ বিষয় উল্লেখ করে ২৫/০৪/২০২১ সভাপতি সহ নিয়োগ সংশ্লিষ্টদের বিরোদ্ধে উকিল নোটিশ পাঠান এবং গত ২৭/০৪/২০২১ ইং তারিখে মুক্তাগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে একজন চাকুরী প্রত্যাশী প্রার্থী জানান, মুক্তিযোদ্ধা পরিবারের ২ জন
প্রার্থী আবেদন করেছে। তাদেরকে ইন্টারভিউ দিতে দেয়া হয় নাই। তাদের দাবী
পরিকল্পিতভাবে এবং অবৈধভাবে এহন নিয়োগ পরীক্ষা বাতিল করে পুনরায় যথাযথ আইনী প্রক্রিয়ায় পরীক্ষা গ্রহণের মাধ্যমে দাবী জানান। স্থানীয় পত্রিকায় ও অনলাইন মিডিয়ায় সংবাদ প্রকাশের পর অধ্যক্ষ সহ নিয়োগ সংশ্লিষ্টরা বিভিন্ন মহলে দৌড়ঝাপ শুরু করেছে। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইতিপূর্বে প্রায় ৪ বছরের অধিক এখানে কর্মরত থেকে বিভিন্ন নিয়োগ বাণিজ্য করায় তার বিরুদ্ধে মুক্তাগাছায় ব্যাপক জন বিষ্ফোরণ হওয়ায় কর্তৃপক্ষ মুক্তাগাছা থেকে বদলি করে। কিন্তু পরবর্তীতে বিভিন্ন ভাবে তদবিরের মাধ্যমে পুণরায় এখানে যোগদান করে। যোগদান করার পর থেকেই আগের চেয়ে দ্বিগুন উৎসাহে বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগে বাণিজ্য অব্যাহত রেখেছেন। অন্যদিকে শুশুতি মাদ্রাসার সভাপতির বিরুদ্ধে (কোভিড-১৯) করোনার প্রথম ধাপে দরিদ্রদের জন্য বরাদ্ধকৃত সরকারী অনুদানের বিপুল পরিমাণ চাউল অবৈধ মজুদ ও আত্মসাৎ এর অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি এলাকায় এসে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনিয়ম ও দূর্নীতি করে যাচ্ছেন অবাদে। এ ব্যাপারে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।