Monday , 25 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নোয়াখালী সুবর্ণচরে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ভূমি ও ঘর প্রদান

নোয়াখালী সুবর্ণচরে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ভূমি ও ঘর প্রদান

নোয়াখালী প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী উদ্ভোদন
করলেন মুজিব বর্ষ উপলক্ষে ক শ্রেণির ভূমিহীন ও গৃহহীন প্রায় ৬৬ হাজার
পরিবারের মাঝে ২ শতাংশ করে ভূমি ও ঘর। মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য ৯
লক্ষ পরিবারের মাঝে ঘর প্রদান করা।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই মহৎ কাজ বাস্তবায়নে নিরলস পরিশ্রম
করেছেন জেলা প্রশাসক মহোদয়, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার
ভূমি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা ইঞ্জিনিয়ার।

সারা বাংলাদেশের মতো সুবর্ণচর উপজেলায় প্রথম ফেইজে নির্মিত হয়েছে ৩৪ টি
ঘর যার মধ্যে আজ (২৩ জানুয়ারী) শনিবার মাননীয় প্রধানমন্ত্রীর শুভ
উদ্ভোদন এর মাধ্যমে ২৪ টি পরিবার পেলো ঘরের চাবি, ২ শতাংশ করে ভূমি এর
কবুলিয়ত দলিল, খতিয়ান, ডিসিআর ও সার্টিফিকেট। এই মহৎ কাজের সাথে জড়িত
সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ঘর পাওয়া অসহায় পরিবার গুলো।

উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সকাল ১০ টায় উপজেলা হল রুমে ঘর, ভূমি ও
চাবিহস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার
ইবনুল হাসান ইভেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার,
ইঞ্জিনিয়ারসহ কর্মকর্তাবৃন্দ।

এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামি লীগ নেতা ডাক্তার আব্দুর রব, চরআমান
উল্যাহ্ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক বেলায়েত হোসেন, ৭ নং
পূূর্বচরবাটা ইউপি চেয়ারম্যান আবুল বাশার মঞ্জু, মোহাম্মদপুর ইউপি
চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সুবর্ণচর উপজেলা যুবলীগ আহবায়ক ও ২ নং
চরবাটা ইউপি সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজিবসহ স্থানীয় চেয়ারম্যান,
সাংবাদিক ও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গসহ সাধারন মানুষ।

অনুষ্ঠানে আরিফুল ইসলাম বলেন” সুবর্ণচর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার
মহোদয়ের আন্তরিকতা ও কর্মতৎপরতায় আমরা আশা করছি আগামী ১৭ মার্চের মধ্যে
আরও ৭০ টি ঘর নির্মাণ করতে পারবো।

সহকারী কমিশনার ভূমি হিসেবে বিগত কয়েকমাস ভূমিহীন ও গৃহহীন দের খাস জমি
খুজে বের করা ছিল বিরাট চেলেঞ্জ। খাস জমি বাহির করতে সহযোগিতা প্রদান করা
সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই কাজ করতে গিয়ে যাদের বিরাগভাজন
হয়েছি তাদের বলতে চাই এই কাজ আমি আপনাদের সুবর্ণচর এর মানুষের জন্য ই
করেছি।

আমরা খাস জমির অভাবে হয়তো বেশি ঘর করতে পারি নাই। আমি সমাজের বিত্তবান সহ
সকলের সহযোগিতা আশা করছি আপনারা কেউ যদি ২ শতাংশ ভূমি দান করেন বা খাস
জমি উদ্ধারে আমাদের সহযোগিতা করেন তবে আমরা সর্বোচ্চ সংখ্যক পরিবারকে ঘর
দিতে পারবো।

সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার বলেন, ” মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রশাসনের উপর আস্থা ও ভরসা রাখার জন্য। আমরা
সঠিকভাবে করেছি, পরিশেষে নিজেকে ভাগ্যবান মনে করছি এই মহৎ কাজের অংশীদার
হতে পেরে”।
পরে অতিথিরা গৃহহীনদের মাঝে ঘর, ভূমি, চাবি ও প্রয়োজনীয় কাগজপত্র বুঝিয়ে দেন।

About Syed Enamul Huq

Leave a Reply