নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ও প্রেস ব্রিফিং ১৯ ফেব্রুয়ারী বিকাল ৩ টায় জেলা
সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলার সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার| ২০ ফেব্রুয়ারী দিনব্যাপী ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে ১ টি নীল রঙের ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১ টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার পরামর্শ দেন সিভিল সার্জন । আগে যেখান ভিটামিন এ প্লাস এর
অভাবে অনেক শিশু মারা যেতো এখন সেখানে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ফলে শিশু মূত্যুর ঝুঁকি কমেছে। তাই সরকারের পক্ষ থেকে প্রতিবছর ২ বার ৬ মাস পর পর ভিটামিন এ প্লাস শিশুদেরকে খাওয়ানো হচ্ছে।
উক্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠানে নোয়াখালীর প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।