Saturday , 23 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নোয়াখালীর  সাংবাদিক আনোয়ারুল হক আর নেই

নোয়াখালীর সাংবাদিক আনোয়ারুল হক আর নেই

নোয়াখালী প্রতিনিধি:

 দৈনিক ইনকিলাবের নোয়াখালী ব্যুরো প্রধান আনোয়ারুল হক আনোয়ার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা শহরের হাসপাতাল সড়কের রয়েল হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।

আনোয়ারুল হক আনোয়ার নোয়াখালী পৌরসভার ৯ নং ওয়ার্ডের বদরীপুর গ্রামের মোহাম্মদ উল্যাহর ছেলে। রাত ৯টায় নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হয়েছে। এদিকে সাংবাদিক আনোয়ারুল হক আনোয়ারের মৃত্যুর খবরে নোয়াখালীর সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সাংবাদিক সংগঠন বিবৃতিতে বলেছে, নোয়াখালী অঞ্চলে স্বাধীন সাংবাদিকতাকে এগিয়ে নিতে যারা ভূমিকা রেখেছেন আনোয়ারুল হক আনোয়ার ছিলেন তাদের অন্যতম। পেশার মর্যাদা রক্ষা তার সাহসী ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে নোয়াখালীর সাংবাদিক সমাজ একজন অভিভাবক হারাল। তিনি দীর্ঘ ৪০ বছর সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত ছিলেন। সাংবাদিক মিজানুর রহমান রিয়াদ বলেন, হঠাৎ খারাপ লাগছে বলে আনোয়ার ভাই আমাকে ফোন দিয়ে হাসপাতালে নিয়ে যেতে বলেন। আমি দ্রুত উনাকে হাসপাতালে ভর্তি করি। ভর্তির অল্প সময়ের মধ্যে তিনি মারা যান। সাংবাদিক আবু নাছের মঞ্জু বলেন, সাংবাদিক আনোয়ার ভাইয়ের মৃত্যুতে আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। রয়েল হাসপাতালের চেয়ারম্যান বোরহান উদ্দিন মিঠু চিকিৎসকের বরাত দিয়ে বলেন, কার্ডিয়াক অ্যারেস্টে ডাক্তারদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। হাসপাতালে ভর্তির ৫ থেকে ১০ মিনিটের মধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

About Syed Enamul Huq

Leave a Reply