নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদরের সোনাপুর এলাকায় প্রবাসী আবু জাফর শিক্ষা সহায়তা অরগানাইজেশনের পক্ষ থেকে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের একশত শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দেয়া হয়েছে।
রোববার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা বন্ধনের সভাকক্ষে শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব উপকরণ তুলে দেন নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান ও সংগঠনের উদ্যোক্তা প্রবাসী আবু জাফর। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, নোয়াখালী পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, বন্ধনের নির্বাহী পরিচালক আমিনুজ্জামান মিলন, প্রানের প্রধান নির্বাহী নুরুল আলম মাসুদ, সাংবাদিক আবু নাছের মঞ্জু, সমাজসেবক মুনতাসির আজিজ মনি।
বক্তারা বলেন, প্রবাসী আবু জাফর আবু জাফর শিক্ষা সহায়তা অরগানাইজেশনের মাধ্যমে ২০১৮ সাল থেকে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের গরীব ও মেধাবী শিক্ষার্থীদেরকে সকল শিক্ষা উপকরণ দিয়ে প্রদান করা হচ্ছে। তারা মাধ্যমিক পাস করা পর্যন্ত সকল খরচ বহন করছেন তিনি। আবু জাফরের মতো অন্যদের এমন মহান কাজে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।