Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নোয়াখালী পৌরসভা ২৯১ টি বুথে গনটিকার কর্মসূচি উদ্বোধন করেন  পৌর মেয়র শহিদুল্লাহ খান সোহেল

নোয়াখালী পৌরসভা ২৯১ টি বুথে গনটিকার কর্মসূচি উদ্বোধন করেন পৌর মেয়র শহিদুল্লাহ খান সোহেল

নোয়াখালী থেকে আব্দুল বাসেদ : নোয়াখালীর ২৯১টি বুথে এক যোগে গণটিকা কর্মসূচি শুরু হয়েছে। শনিবার সকালে নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের নোয়াখালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণটিকা কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল।  

এ সময় তিনি বলেন, করোনা প্রতিরোধে সরকারের এ উদ্যোগ অব্যাহত থাকবে। একটি মানুষও যাতে টিকার বাহিরে না থাকে সে জন্য সরকার এ আয়োজন করেছে।জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, নোয়াখালীতে ৯১টি ইউনিয়নের প্রতিটিতে তিনটি করে ২৭৩টি এবং নোয়াখালী পৌরসভা ও চৌমুহনী পৌরসভায় ১৮টিসহ মোট ২৯১টি বুথে ৫৮ হাজার ২০০ জনকে করোনা ভাইরাসের টিকা’র ১ম ডোজ প্রদান করা হবে। জেলায় ৮৩ হাজার টিকা মজুদ রয়েছে বলেও জানান তিনি। প্রতিটি কেন্দ্রে তিনটি করে বুথ থাকবে। প্রতি বুথে পাঁচজন করে মোট এক হাজার ৪৫৫ জন স্বাস্থ্যকর্মী টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করবে।

About Syed Enamul Huq

Leave a Reply