নোয়াখালী প্রতিনিধি :
বেগমগঞ্জের চৌরাস্তায় এটিআইয়ের সামনে সুবর্ণচরের এক কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ব্যবসায়ী ও এলাকাবাসী। গত ১ জুলাই দিবাগত রাতে সিএনজি থেকে নামিয়ে ওই ব্যবসায়ীর ওপর হামলা করা হয়। আহত ব্যবসায়ীর নাম মো. আলী। তিনি সূবর্ণচর উপজেলার উত্তর কচ্ছপিয়া গ্রামের বাসিন্দা। তিনি তার গ্রামের বাড়িতে সংবাদ সম্মেলন করেন।আহত ব্যবসায়ী ও এলাকাবাসী জানান, গত ১ জুলাই মো. আলী ব্যবসায়ীক কাজ শেষে রাতে বেগমগঞ্জ চৌরাস্তায় আসেন। এসময় চৌরাস্তা থেকে রাত পৌনে একটায় সিএনজি করে নিজ বাড়িতে যাওয়ার পথে সিএনজিতে থাকা যাত্রী বেশে কয়েকজন লোক চৌরাস্তা এটিআইয়ের সামনে সিএনজি গতিরোধ করে। এরপর কয়েকজন ব্যক্তি তার ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এসময় তাকে রড দিয়ে কুপিয়ে আহত করে ও হত্যার চেষ্টা করে। এছাড়া তার পকেট থেকে ১ লাখ ৫২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে দাবি করেন ভুক্তভোগী।একপর্যায়ে তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে পুলিশের সহযোগিতায় বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাকে। এ ঘটনায় তাৎক্ষণিক এলাকাবাসী জড়িত বোলন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করে। আহত মো. আলী বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলা করেছেন। তবে এখন পর্যন্ত বাকি আসামিরা গ্রেফতার হয়নি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আবদুল হক চৌধুরী ও মোহাম্মদ স্বপনসহ এলাকাবাসী।এ ব্যাপারে বেগমগঞ্জ থানার এসআই মো. রুবেল বলেন, গ্রেফতার আসামিকে রিমান্ডে নেওয়ার