Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নোয়াখালীর বেগমগঞ্জে বাজারে বিক্রি কালে পাখি উদ্ধার করে অবমুক্ত করেছে বন বিভাগ

নোয়াখালীর বেগমগঞ্জে বাজারে বিক্রি কালে পাখি উদ্ধার করে অবমুক্ত করেছে বন বিভাগ

 নোয়াখালী থেকে আব্দুল বাসেদ :  নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে বাজারে বিক্রিকালে ৪৫টি ঘুঘু ও ৪টি শালিক পাখি এবং ১টি ডাহক পাখি উদ্ধার করেছে বনবিভাগ। পরে পাখিগুলো খোলা আকাশে অবমুক্ত করে বনবিভাগ।
সোমবার বিকেলে অবমুক্ত করা হয়েছে। এ সময় নোয়াখালী বিভাগীয় বনকর্মকর্তা মো. ফরিদ মিয়া, সহকারী বন সংরক্ষক কর্মকর্তা কাজী আরিফুর রহমান, রেঞ্জ কর্মকর্তা মহি উদ্দিনের উপস্থিতিতে বিভাগীয় বনকর্মকর্তা অবমুক্ত করেন।
এর আগে দুপুরে পাখিগুলো উদ্ধার করা হয়।
বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিয়া জানান, বণ্য প্রাণী ও জীব বৈচিত্র সংরক্ষণে উদ্ধারকৃত পাখিগুলো খোলা আকাশে অবমুক্ত করা হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply