Sunday , 24 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নোয়াখালীতে কর্মরত সাংবাদিকদেরকে  স্বাস্থ্য সুরক্ষা উপকরণ সামগ্রী বিতরণ

নোয়াখালীতে কর্মরত সাংবাদিকদেরকে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ সামগ্রী বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:: নোয়াখালী জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন পোর্টাল সাংবাদিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করেন টেলিলিংক গ্রুপের চেয়াম্যান নিজাম উদ্দিন জিটু। কোভিড মহামারির এ সময় গণমাধ্যম কর্মীদের পেশাগত দায়িত্ব পালনকালে স্বাস্থ্যবিধি প্রতিপালনের লক্ষ্যে সাংবাদিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ উপলক্ষ্যে ২৭শে জুলাই নোয়াখালী প্রেসক্লাবে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসাবে বক্তৃতা দেন দৈনিক গণকন্ঠের সম্পাদক ও টেলিলিংক গ্রুপের চেয়ারম্যান নিজাম উদ্দিন জিটু। সভায় অনেকের মধ্যে আলোচনা করেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বক্তিয়ার শিকদার, মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসিরুদ্দিন বাদল, দৈনিক সচিত্র নোয়াখালীর সম্পাদক আমিরুল ইসলাম হারুন, দৈনিক জনজমিনের সম্পাদক এড. হুমায়ুন কবির, দৈনিক নয়া পৃথিবীর সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, চ্যানেল টুয়েন্টিফোর এর নোয়াখালী প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, দৈনিক দিশারীর সম্পাদক আকাশ মো: জসিম, ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের নোয়াখালী প্রতিনিধি আবু নাছের মঞ্জু, বিজয় টিভির নোয়াখালী প্রতিনিধি মোজাম্মেল হোসেন কামাল, এ.আর সোহেলের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন নোয়াখালী আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি এ.এস এম রিজোয়ান, বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নোয়াখালী জেলা শাখা সভাপতি ও দৈনিক সকালবেলার জেলা প্রতিনিধি আবদুল বাসেদ, বেগমগঞ্জ উপজেলা শাখা সভাপতি গিয়াস উদ্দিন মিঠু, বৃহত্তর সোনাইমুড়ি প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক আল ফয়সল, জাতীয় নুর এর সহকারি সম্পাদক সুমন পাল সহ দেড় শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। বিশিষ্ট ব্যবসায়ী ও টেলিলিংক গ্রুপের চেয়ারম্যান নিজাম উদ্দিন জিটু গণমাধ্যম কর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ ও দুপুরের খাওয়ার পরিবেশন করেন। তিনি জেলা সাংবাদিক ভাইদের পাশে সবসময় থাকার আশ^াস দেন।

About Syed Enamul Huq

Leave a Reply