নীলফামারী সংবাদদাতা:
নীলফামারীতে নিজ বাড়ির প্রধান গেট থেকে হোসেন আলী যাদু (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ জুলাই) সকালে নীলফামারী পৌর শহরের হাড়োয়া নীলকুঞ্জ পাড়া থেকে মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুর রউফ জানান, জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ ফোন পেয়ে নিহতের নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের গায়ে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে।ওসি জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী, দুই ছেলে ও এক ছেলের বউকে আটক করা হয়েছে। একটি ছুরি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।

--প্রতীকী ছবি