ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় নিহত ফিলিস্তিনিদের জন্য গতকাল শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে বাংলাদেশ। এর অংশ হিসেবে দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এর আগে শুক্রবার বাদ জুমা বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হয়।
এদিকে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসও গতকাল তাদের জাতীয় পতাকা অর্ধনমিত রেখেছিল।
তবে এর কারণ হিসেবে দূতাবাস ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের কথা আলাদাভাবে উল্লেখ করেনি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের বরাত দিয়ে যুক্তরাষ্ট্র দূতাবাস লিখেছে, ‘সংঘাতে নিহত প্রতিটি ধর্মের ও প্রতিটি জাতির বেসামরিক নাগরিকদের জন্য আমরা শোক জানাই।’