অনলাইন ডেস্ক:
রাজধানীর চকবাজারে হতাহতের ঘটনায় শ্রম প্রতিমন্ত্রী শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা করে সহায়তার ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (১৬ আগস্ট) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
এর আগে সোমবার দুপুর ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়।
আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের অন্তত ১০ ইউনিট। আগুনের ঘটনায় ছয়জন নিহত হয়। সবাই স্থানীয় বরিশাল হোটেলের কর্মচারী।
মৃতরা হলো বিল্লাল সরদার (৩৫), আব্দুল ওয়াহাব ওসমান (২৫), স্বপন সরকার (২২), রুবেল (৩২), মোতালেব (১৫) ও শরিফ (১৫)। তারা সবাই ভবনটির নিচতলায় ‘বরিশাল হোটেল’ নামের একটি রেস্তোরাঁর কর্মী।
সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।