Monday , 7 April 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নির্বাচন-থার্টি ফার্স্ট ঘিরে বিজিবির ডগ স্কোয়াড
--সংগৃহীত ছবি

নির্বাচন-থার্টি ফার্স্ট ঘিরে বিজিবির ডগ স্কোয়াড

অনলাইন ডেস্কঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও থার্টিফার্স্ট নাইট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ডগ স্কোয়াড মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আজ রবিবার রাজধানীর কমলাপুর ও তেজগাঁও রেলস্টেশন, আগারগাঁও ও মিরপুর ১০ মেট্রোরেল স্টেশনে তল্লাশি অভিযান চালায় বিজিবির ডগ স্কোয়াড। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

এ অভিযান পরিচালনা করেন ২৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম।

নির্বাচনের আগে ও পরে যাতে কোনো সহিংসতা না হয় সেজন্য মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে ২৯ ডিসেম্বর থেকে বিজিবি মোতায়েন রয়েছে। যা ১০ জানুয়ারি ২০২৪ পর্যন্ত থাকবে। একইসঙ্গে ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকল্পে কাজ করবে, যেন ভোটকেন্দ্রে ভোটাররা যাতে নির্বিঘ্নে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তা নিশ্চিতেও তৎপর থাকবে বিজিবি সদস্যরা।

About Syed Enamul Huq

Leave a Reply