সব নির্বাচনেই মাঠ প্রশাসন সহযোগিতা করে থাকে। অতীতে নির্বাচনে সহযোগিতার অভিজ্ঞতা থেকে মাঠ প্রশাসন আগামী নির্বাচনেও প্রয়োজন মত সহযোগিতা করবে। আজ রবিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জেলাপ্রশাসক সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকার পরিচালনায় ও মাঠ প্রশাসনে সিদ্ধান্ত বাস্তবায়নের নানা চ্যালেঞ্জ মোকাবেলায় দিক নির্দেশনা নিয়ে কথা হবে জেলা প্রশাসক সম্মেলনে।
সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান, সম্মেলনকে কেন্দ্র করে রীতি অনুযায়ী সব জেলার ডিসিদের কাছ থেকে প্রস্তাব নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রস্তাবগুলো যাচাই-বাছাই করা হয়েছে। এগুলো বই আকারে প্রকাশের প্রস্তুতি চলছে। এছাড়া গত ডিসি সম্মেলনের সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন মন্ত্রণালয় ও বিভাগগুলো থেকে সংগ্রহ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
২৪ জানুয়ারি সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হবে। সেখান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশরীরে উপস্থিত থাকবেন। তবে কার্য অধিবেশনগুলো গত সম্মেলনের মতো এবারও রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
সূত্র: কালের কন্ঠ অনলাইন