ঝিনাইদহ প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যেকোন আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় সদা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। কুষ্টিয়া সেক্টর সদর দপ্তর, পদ্মারচর উদয়নগর সেক্টর, চুয়াডাঙ্গা ও মহেশপুর ব্যাটালিয়ন এবং মুজিবনগর বিওপির সকল বিজিবি সদস্যদের সাথে মত বিনিময় শেষে এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচনকে ঘিরে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় দেশ ও জনগণের নিরাপত্তায় সদা প্রস্তুত থাকবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন ২২৮ বছরের ঐতিহ্যবাহী সংগঠন- বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকসহ অন্যান্য যে কোন ধরনের চোরাচালান বন্ধে নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাবে। এ সময় তিনি চুয়াডাঙ্গা বর্ডার গার্ড হাসপাতাল পরির্দশন করেন। এসময় উপস্থিত ছিলেন বিএসএফ কৃষ্ণনগর সেক্টরের সেক্টর কমান্ডার শ্রী এ কে আরিয়া। স্বাধীন এবং সার্বভৌমত্ব বাংলাদেশ কে টিকিয়ে রাখার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকবে বাংলাদেশ বর্ডার গার্ড।