আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সংসদে প্রতিনিধিত্বকারী জনপ্রতিনিধিদের নিয়ে নির্বাচনকালীন সরকার হবে। সেটা কবে হবে তা ঠিক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার (৪ জুন) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলরুমে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ অভিমত দেন।
সেমিনার হলরুমে দুর্নীতির মামলা বিচারকার্যের সঙ্গে সম্পৃক্ত বিচারকদের জন্য আয়োজিত ‘১৫০তম রিফ্রেশার কোর্স’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানা। উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার।
দুর্নীতির মামলা প্রমাণ করে, চার্জশিট দেওয়া অনেক কঠিন। তারপরও আমাদের কাজ করে যেতে হবে একসঙ্গে।
সূত্র: কালের কন্ঠ অনলাইন