আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সময়ে সময়ে ভোট পড়ার হার জানাতে সব জেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ইসি সচিবালয়ের উপ-পরিচালক মো. আলাউদ্দিন আল মামুন এ সংক্রান্ত নির্দেশনা মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।
নির্দেশনায় ভোটের দিন একটি নির্দিষ্ট সময় পর পর ভোট পড়ার হার জানতে পারবেন ভোটাররা। এ জন্য একটি অ্যাপ তৈরি করেছে ইসি।
সেখানে নির্দিষ্ট প্রক্রিয়ায় লগ ইন করলেই জানা যাবে সে তথ্য। এর আগে ভোটকেন্দ্র থেকেই ভোটগ্রহণ কর্মকর্তারা তা নির্দিষ্ট অ্যাপে তথ্য দেবেন।
ভোটগ্রহণ চলাকালীন ভোটকেন্দ্রে নিয়োজিত ভোটগ্রহণ কর্মকর্তারা অ্যাপের মাধ্যমে সময়ভিত্তিক প্রদত্ত ভোট সংখ্যা পাঠাবেন।