Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নির্দিষ্ট সময় পর পর ভোট পড়ার হার জানাতে হবে
--প্রতীকী ছবি

নির্দিষ্ট সময় পর পর ভোট পড়ার হার জানাতে হবে

অনলাইন ডেস্ক:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সময়ে সময়ে ভোট পড়ার হার জানাতে সব জেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ইসি সচিবালয়ের উপ-পরিচালক মো. আলাউদ্দিন আল মামুন এ সংক্রান্ত নির্দেশনা মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।

নির্দেশনায় ভোটের দিন একটি নির্দিষ্ট সময় পর পর ভোট পড়ার হার জানতে পারবেন ভোটাররা। এ জন্য একটি অ্যাপ তৈরি করেছে ইসি।

জেলা কর্মকর্তাদের পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, সুষ্ঠু, অবাধ ও আইনানুগভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য ভোটিং স্ট্যাটিসটিকস অ্যাপ ইউজার ম্যানুয়াল এবং এসএমএসের মাধ্যমে তথ্য দেওয়ার নির্দেশিকা ভোটগ্রহণকারী কর্মকর্তাদের (প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার) দেওয়া এবং এ বিষয়ে প্রশিক্ষণে আলোচনা করা প্রয়োজন।

ভোটগ্রহণ চলাকালীন ভোটকেন্দ্রে নিয়োজিত ভোটগ্রহণ কর্মকর্তারা অ্যাপের মাধ্যমে সময়ভিত্তিক প্রদত্ত ভোট সংখ্যা পাঠাবেন।

About Syed Enamul Huq

Leave a Reply