Tuesday , 4 March 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
‘নিরাপত্তা দিন, এসি গাড়িতে চড়ার জন্য উপদেষ্টা বানাইনি’
--সংগৃহীত ছবি

‘নিরাপত্তা দিন, এসি গাড়িতে চড়ার জন্য উপদেষ্টা বানাইনি’

অনলাইন ডেস্কঃ

নারী-শিশু ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীরা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির পালন করেন তারা। এ সময় দুই দফা ঘোষণা করেন বিক্ষোভকারীরা।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ করে বলা হয়, ‘নিরাপত্তা দিন, উপদেষ্টা বানিয়েছি শুধু এসি গাড়িতে চড়ার জন্য নয়। যদি নিরাপত্তা না দিতে পারেন তাহলে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করুন।’

মানববন্ধনে জাতীয় ছাত্রসমাজ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক মেহেদী মোহাম্মদ নিশাত বলেন, ‘আপনারা ক্ষমতায় থেকে যদি নিরাপত্তা দিতে না পারেন তাহলে পদত্যাগ করে ছাত্র-জনতার হাতে দেশ তুলে দিন। আর যদি আমার কোনো বোন বা নারী ধর্ষণের শিকার হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক করতে না পারেন তাহলে দেশের প্রতিটি ওয়ার্ড ও থানায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি বায়োজিদুর রহমান সিয়াম দুই দফা ঘোষণা করে বলেন, ‘ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাস হলেও তার কার্যকারিতা প্রশ্নবিদ্ধ।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেহেরুন্নেসা মুনিয়া, মাইনুল হাসান জুবায়ের, আমানুল হক নিশাত, সিয়াম আফ্রিদী, তৌসিফ আহমেদ, জায়েদ জীব্রিল, বি এম সাইফুল ইসলাম, মো. জাবের প্রমুখ।

About Syed Enamul Huq

Leave a Reply