ইন্দো-প্যাসিফিকসহ সার্বিক নিরাপত্তা বিষয়ে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ঢাকায় বৈঠকে বসেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। দুই দেশের সরকারের মধ্যে ‘ব্যাপক নিরাপত্তা সম্পর্কের’ অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে মধ্যে নবম বার্ষিক দ্বিপক্ষীয় নিরাপত্তা সংলাপ।
কর্মকর্তা পর্যায়ের এ বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক সামরিকবিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিক।
বৈঠকে অংশ নিতে তিনি গতকাল সোমবার ঢাকায় পৌঁছান।
এই সংলাপ দুই সরকারের মধ্যেকার সর্বাঙ্গীন নিরাপত্তা সম্পর্কের অংশ।
এই পারষ্পরিক লক্ষ্যগুলো অর্জনে সারা বছর বিভিন্ন ধরনের সংলাপ আয়োজন করে। গত ২৩ ও ২৪ আগস্ট ঢাকায় দুই দেশের প্রতিরক্ষা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। খুব কাছাকাছি সময়ে নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।