অনলাইন ডেস্ক:
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। আগামীদিনে যদি এ দেশ নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগ ২০টি আসনও পাবে না। রংপুরের মতো সারাদেশে তাদের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। ‘
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভীসহ সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানব সেবা সংঘ আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্যে বরকত উল্লাহ বুলু বলেন, ‘বর্তমান সরকারের দুঃশাসনের বিরুদ্ধে সারা দেশে যুগপৎ আন্দোলন শুরু হচ্ছে। দেশের সকল গণতান্ত্রিক, দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো এক মঞ্চে এসে দাঁড়াচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সময় থাকতে থাকতে পদত্যাগ করে দেশে গণতন্ত্রের সুবাতাস বইয়ে দেওয়ার আহ্বান জানাই। না হলে গণ আন্দোলনের মাধ্যমে আপনার পদত্যাগের ঘটনা ঘটলে কি ঘটবে সেটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। ‘
তিনি বলেন, ‘আজ দেশে গণতন্ত্র-বাক স্বাধীনতা বলতে কিছুই নেই। কালা কানুন বানিয়ে সংবাদমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে। বিএনপি এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করছে, আমরা আন্দোলন করছি দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। সবাইকে দেশ রক্ষার আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানাই। ‘
আওয়ামী লীগের সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তৃতা প্রসঙ্গে বুলু বলেন, ‘গত ২৪ ডিসেম্বর প্রধামন্ত্রীর বক্তব্যের অনেক অংশজুড়ে ছিল ভোট। তার বক্তব্য তিনি বলেছেন, ভোট চোরদের জনগণ আর রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না। বিবেকের তাড়নায় মনের অজান্তে এই শব্দগুলো আপনার মুখ থেকে বের হয়ে এসেছে, প্রধানমন্ত্রীকে এজন্য ধন্যবাদ। ‘
মানব সেবা সংঘের সভাপতি সঞ্জয় দে রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সফু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ, নির্বাহী সদস্য অ্যাড. আবেদ রেজা প্রমুখ।
সূত্র: কালের কন্ঠ অনলাইন