শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের বিশেষ কোনো দলের প্রতি তাদের পক্ষপাত নেই। আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সাক্ষাতে এই কথা জানিয়েছেন মার্কিন প্রতিনিধিরা।
আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে আইনমন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ করেন গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক জনগণের নিরাপত্তাবিষয়ক মার্কিন আন্ডারসেক্রেটারি আজরা জেয়া ও তার নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
সাক্ষাৎ শেষে মন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কথা হয়েছে। এই আইন নিয়ে আমি আগেও যে কথা বলেছি, সেই কথাগুলোই আজ আমি তাদের বলেছি। আমি আগেও যে রকম বলেছি, এই আইন সেপ্টেম্বরের মধ্যে সংশোধিত হবে, আমিও সেই কথাই তাদের প্রকারান্তরে জানিয়েছি।
তারা সবদেশেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চান। গতকালকেও যেমন আমাদের সচিব (গোলাম সারওয়ার) ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আইনগত অবকাঠামো বাংলাদেশের আছে। যেসব আইন এ বিষয়ে সহায়ক, সেগুলোর কথাও আমি উল্লেখ করেছি।