Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নিজামউদ্দিনের দরগায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
--ফাইল ছবি

নিজামউদ্দিনের দরগায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার বিকালে নয়াদিল্লিতে হযরত নিজামউদ্দিন আউলিয়ার দরগাহে যাচ্ছেন। তিনি সেখানে মাজার জিয়ারত করবেন। শেখ হাসিনা আজ সোমবার দুপুরে দিল্লি পৌঁছান। এরপর তাঁকে মোটর শোভাযাত্রার মাধ্যমে নিয়ে যাওয়া হয় আইটিসি মৌর্য হোটেলে।

নিজামউদ্দিন চিশতীর দরগাহকে উপমহাদেশের সুফিবাদের কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। প্রধানমন্ত্রী সেখানে দরগাহর ট্রাস্টি কবির উদ্দিন নিজামীর সঙ্গে দেখা করবেন।

কবির উদ্দিন নিজামী স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও নিজামউদ্দিন আউলিয়ার দরগায় আসতেন। শেখ হাসিনা ভারতে তাঁর নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার আগে ১৯৮১ সালের ৯ এপ্রিল ওই দরগায় গিয়েছিলেন। সেদিন শেখ হাসিনাকে বঙ্গবন্ধুর লেখা একটি চিঠি দিয়েছিলেন দরগার তত্কালীন ট্রাস্টি। সেটি ছিল ওই দরগাহ নিয়ে ১৯৪৬ সালের ৯ এপ্রিল বঙ্গবন্ধুর হাতের একটি লেখা।

কবির উদ্দিন নিজামী বলেন, দরগাহর হেফাজতকারী হিসেবে তাঁর বাবা ও দাদা বঙ্গবন্ধুর জন্য দোয়া করেছিলেন। শেখ হাসিনাও হয়তো কোনো মনোবাসনা নিয়ে দরগায় আসছেন। তিনিও শেখ হাসিনার জন্য দোয়া করবেন।

About Syed Enamul Huq

Leave a Reply