Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নারীর সমঅধিকার ও সমসুযোগ নিশ্চিতে বিনিয়োগের আহ্বান স্পিকারের
--সংগৃহীত ছবি

নারীর সমঅধিকার ও সমসুযোগ নিশ্চিতে বিনিয়োগের আহ্বান স্পিকারের

অনলাইন ডেস্কঃ

নারীদের সমঅধিকার ও সমসুযোগ নিশ্চিতে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, নারী অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম দীর্ঘদিনের। নারীরা তাদের দক্ষতা, যোগ্যতা ও কর্মের মাধ্যমে নিজেদের প্রমাণ করেছে।

শনিবার (৩০ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির বিশেষ সংকলন ‘কণ্ঠস্বর’-এর মোড়ক উন্মোচন ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

সভায় স্পিকার বলেন, নারীরা আজ মহাশূন্যে যাচ্ছে, নারীরা ঘরে-বাইরে সংগ্রাম মোকাবেলা করে এগিয়ে চলছে। হিমালয় জয় করছে, কিন্তু তারপরও নারীদের সংগ্রাম থেমে নেই।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৫ বছরে নারীদের অগ্রগতিতে বিপ্লব ঘটিয়েছেন।

সভায় মাহমুদা চৌধুরী ও শাহনাজ বেগমকে বিশিষ্ট নারী সাংবাদিক হিসেবে সম্মাননা জানানো হয়।

About Syed Enamul Huq

Leave a Reply