অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি:
নাটোর র্যাব-৫ সিপিসি ক্যাম্পের একটি বিশেষ অপারেশন দল জেলার লালপুরে অভিযান চালিয়ে ভেজাল খেজুড়ের গুড় তৈরীর কারখানার সন্ধান পান। পরে সেখানে ভ্রাম্যমান আদালত কারখানার মালিক ও ভেজাল গুড় ব্যবসায়ী মোস্তাক আলী (৩৫)কে ৪ বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।
র্যাবের কোম্পানী কমান্ডার এএসপি মাসুদ রানা জানান, মঙ্গলবার বিকেলে লালপুর থানাধীন ইসলামপুর বালিতিতা এলাকায় অভিযান পরিচালনা করে ভেজাল গুড় তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে মোস্তাক আলীকে আটক করা হয়। সে ওই গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে। র্যাবের সদস্যরা এ সময় ১০ হাজার কেজি ভেজাল গুড়, ৮০ কেজি ফিটকারী, ৫ কেজি ডালডা, ৪০০ টি গুড় তৈরীর টিনের পাত্র, ৩০টি গুড় তৈরীর মাটির পাত্র, ৪৫০ কেজি চিনি জব্দ করে।
পরে লালপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাম্মী আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই কারাদন্ডাদেশ প্রদান করেন।