Saturday , 23 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন বিশ্বাসকে বদলী জনিত বিদায় সংবর্ধনা দিয়েছেন নাঙ্গলকোট প্রেসক্লাব

নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন বিশ্বাসকে বদলী জনিত বিদায় সংবর্ধনা দিয়েছেন নাঙ্গলকোট প্রেসক্লাব

কুমিল্লা প্রতিনিধি:

নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন বিশ্বাসকে বদলী জনিত বিদায় সংবর্ধনা দিয়েছেন নাঙ্গলকোট প্রেসক্লাব। গতকাল শুক্রবার প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি কমিশনার(ভূমি) মিল্টন বিশ্বাস। প্রেসক্লাব সহ-সভাপতি, নাঙ্গলকোট কারিগরি ও বাণিজ্য কলেজ প্রফেসর জাকির হোসেন ভূঁইয়া, একই কলেজের অপর প্রফেসর নিজাম উদ্দিন শাহীন মজুমদার, যুগ্ন- সাধারণ সম্পাদক, বেলাল হোসেন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক, কামাল হোসেন জনি, সহ সাংগঠনিক সম্পাদক, তোফায়েল মাহমুদ বাহার, অর্থ সম্পাদক, জয়নাল আবেদীন, সাহিত্য সম্পাদক, দুলাল মিয়া,সমাজকল্যাণ সম্পাদক, ওমর ফারুক, অফিস সম্পাদক, মেহেদী হাসান ভূইয়া আজিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক, শরীফ আহমেদ মজুমদার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক, অরবিন্দ দাশ, সদস্য রেজাউল করিম রাজু, তোফায়েল হোসেন মজুমদার, জহিরুল ইসলাম,সাংবাদিক বশির আহমেদ প্রমুখ। সহকারী কমিশনার মিল্টন বিশ্বাস বলেন, তার উপর সরকারের অর্পিত দায়িত্ব পালনে যথাযথ চেষ্টা চালিয়েছেন। বিশেষ করে সাংবাদিকদের সর্বময় সহযোগীতার জন্য তিনি মুগ্ধ হয়েছেন। নাঙ্গলকোটের সর্বসাধারণের প্রশংসা করে তিনি বলেন, এখানকার মানুষ খুব সহযোগী এবং আথিথি পরায়ন। যেখানে যায় তিনি নাঙ্গলকোটবাসীর কথা কখনো বুলবেন না বলে জানান। তিনি এবং তার পরিবারের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।উল্লেখ্য, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিল্টন বিশ্বাস একজন মেধাবী, সৎ ও সজ্জন অফিসার হিসেবে এলাকাবাসীর নিকট পরিচিতি লাভ করেছেন। গত বছরের ১০ মার্চ নাঙ্গলকোটে যোগদানের পর থেকে কোভিড মোকাবিলায় লক ডাউন বাস্তবায়নে এলাকাবাসীকে স্বাস্থ্য বিধি মানতে মাঠ পর্যায়ে ব্যাপক ভূমিকা রাখেন। তিনি নিয়মিত কাজের পাশাপাশি সরকারি খাল, দীঘি, নদী, জলাশয় ও জমি থেকে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, সরকারি খাল উদ্ধার, দীর্ঘদিনের সরকারি খালের মুখ বন্ধ করে প্রভাবশালীদের মাছ চাষের হাত থেকে খাল উদ্ধারের মত প্রশংসনীয় কাজের পাশাপাশি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিব শতবর্ষে ভূমিহীনদের গৃহ প্রদানের জন্য সরকারি খাস জমি উদ্ধারে সাহসী ভূমিকাসহ গৃহ নির্মাণে সামনের সারিতে অবস্থান করে সরকারের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। আলোচনা সভাশেষে প্রেসক্লাব নেতৃবৃন্দ সম্মাননা স্বারক হিসাবে সহকারী কমিশনারের হাতে একটি ক্রেস্ট তুলে দেন।

About Syed Enamul Huq

Leave a Reply