নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :
লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশ, অদক্ষ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দিয়ে পরিচালনার দায়ে কুমিল্লার নাঙ্গলকোটের ৫টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা ও ২টিকে ৩৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। রবিবার ও শনিবার এ অভিযান পরিচালনা করেন স্বাস্থ্য অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযান পরিচালনা করেন নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার ভ‚মি আশরাফুল হক, স্বাস্থ্য বিভাগের ডাঃ শাহিনুর ইসলাম, ডাঃ মালেকুল আফতাব, ডাঃ আরিফ ইমরান। বন্ধ করে দেয়া প্রতিষ্ঠান গুলো হলো নাঙ্গলকোট ডক্টর’স ল্যাব, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ল্যাব ওয়ান ডায়াগনস্টিক, জোড্ডা পূর্ব ইউনিয়নের বাহুড়া বাজারের শাহজাহান মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, মৌকারা ইউনিয়নের হাসানপুর আল নূর ডায়াগনস্টিক, মাতৃছায়া মেটার্নিটি ক্লিনিক ও মাতৃসেবা ক্লিনিক। সিলগালা প্রতিষ্ঠান গুলোর মধ্যে মাতৃছায়া মেটার্নিটি ক্লিনিক ও মাতৃসেবা হাসপাতালকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দেব দাস দেব বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের ৭২ ঘন্টার অভিযানের অংশ হিসেবে নাঙ্গলকোটে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৭টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সিলগালা ও ২টিতে জরিমানা করা হয়েছে।