কুমিল্লা জেলা প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোটের লক্ষীপুর গ্রামের আব্দুল গফুর ও তার স্ত্রী’কে জিম্মি করে ষ্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ও জমি দখল করে বাড়ীঘর ছাড়া করার অভিযোগ উঠেছে তার ছেলে রবিউল হোসেন, ইমাম হোসেন, মেয়ে মাসুমা আক্তার, বিলকিছ আক্তারের বিরুদ্ধে। এ ব্যাপারে অসহায় পিতা-মাতা কুমিল্লার আদালতে মামলা করেও সন্তানদের ভয়ে বাড়ীঘরে ফিরতে পারেনি।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বটতলী ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আব্দুল গফুর ড্রাইভারের প্রথম স্ত্রী ৩ বছর পূর্বে মারা যায়। পরে ছেলে-মেয়েরা তাকে পুন:রায় বিয়ে করান একই উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের বাইয়ারা গ্রামে। বিয়ের পর প্রথম স্ত্রীর ছেলে-মেয়েরা পিতা ও সৎমাকে সন্তান না নিতে চাপ সৃষ্টি করে। বিয়ের কিছুদিন পর আব্দুল গফুর ড্রাইভারের দ্বিতীয় স্ত্রী ফাতেমা আক্তারের গর্ভে সন্তান আসার খবর শুনে ক্ষিপ্ত হয়ে যায় ছেলে-মেয়েরা। এরপর থেকে দফায়-দফায় পিতা-মাতার উপর হামলা করে তারা। এনিয়ে সামাজিক ভাবে কয়েক বার সালিশ বৈঠক বসলেও ছেলে-মেয়েরা সিদ্ধান্ত অমান্য করে। গত ৮ জুন পিতা-মাতা ও তাদের ১৮ মাসের শিশু কন্যা নাহিদা আক্তারকে নির্যাতন করে ঘরে জিম্মি করে হত্যার হুমকি দিয়ে ষ্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে তাদের স্বর্ণলংকার, নগদ ৫০ হাজার টাকা ও আসবাব পত্র লুট করে নিয়ে গিয়ে বাড়ী থেকে বের করে দেয়। পরে দ্বিতীয় স্ত্রীর আত্মীয় স্বজনরা এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে নাঙ্গলকোট থানায় অভিযোগ করলে থানা পুলিশ তদন্ত করে প্রতিবেদন কুমিল্লার আদালতে পাঠায়। মামলার খবরে ছেলে-মেয়েরা ক্ষিপ্ত হয়ে তাদেরকে হত্যা করবে বলে হুমকি দেয়ার পর থেকে আব্দুল গফুর ও তার স্ত্রী প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভ‚ক্তভোগীরা।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হানিফ বলেন, আমরা স্থানীয় ভাবে কয়েক দফা সালিশ করে সমাধান করলেও আব্দুল গফুরের ছেলেমেয়েরা তা অমান্য করে।