মু. শাহাদাত হোসেন, নাঙ্গলকোট প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলারঢালুয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায় রবিবার রাত আনুমানিক দেড়টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে গলির আশাপাশের প্রায় ১৫ টি দোকানে এতে সবগুলো দোকান আগুনে ভস্মীভূত হয়।
এসময় পুরো বাজার ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে বন্ধ থাকে বিদ্যুৎ সংযোগ, অগ্নিকান্ডের খবর পেয়ে ছুটে আসে পাশবর্তী উপজেলা থেকে ফায়ারসার্ভিসের কর্মীরা, দীর্ঘ চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। অগ্নিকান্ডে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
রাতে ঘটনার স্থল পরিদর্শন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, থানা অফিসার ইনচার্জ আ স ম আব্দুন নূর, ঢালুয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাছির সহ অন্যন্য নেতৃবৃন্দ।
তবে বার বার নাঙ্গলকোটে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে তারা বলছে আর কত অগ্নিকাণ্ডে মানুষ ক্ষতিগ্রস্ত হলে প্রশাসনের টনক নড়বে। নাঙ্গলকোট উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন এখন সময়ের দাবি।