নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বিএনপি সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন ও তার বাহিনীর বিরুদ্ধে উপজেলা সদরের হরিপুর গ্রামের ব্যবসায়ী মনিরুজ্জামান মানিকের উপর হামলার ঘটনার অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে এ হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় আনোয়ার হোসেন নয়ন, পৌরসভা বিএনপি সদস্য সচিব আব্দুল কাদের জিলানী ও হরিপুর গ্রামের যুবদল নেতা আবদুস সাত্তারের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ১২জনকে আসামি করে থানায় অভিযোগ করেন ভুক্তভোগী মনিরুজ্জামান মানিক। এ ঘটনায় শনিবার দুপুরে নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন করেন হামলায় আহত মনিরুজ্জামান মানিক।
সংবাদ সম্মেলনে মনিরুজ্জামান মানিক বলেন, গত সোমবার রাতে আমি প্রয়োজনীয় কিছু মালামাল ক্রয় করতে নাঙ্গলকোট এ.আর সরকারি উচ্চ বিদ্যালয় গেইটের অলি স্টোরে যাই। সেখানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা আনোয়ার হোসেন নয়ন ও তার সন্ত্রাসী বাহিনীর সদস্য আব্দুস সাত্তার, আব্দুল কাদের জিলানী সহ অজ্ঞাতনামা ১০/১২ জন সন্ত্রাসী হত্যার উদ্দেশ্যে আমার উপর ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালিয়ে আমাকে কুপিয়ে-পিটিয়ে জখম করে পেলে রেখে যায়। এ সময় সন্ত্রাসী আব্দুস সাত্তার আমার প্যান্টের পকেট থেকে ৯২ হাজার টাকা নিয়ে যায়। পরে আমার শোর চিৎকার শুনে পাশ্ববর্তী ব্যবসায়ী কামাল হোসেন আমাকে বাঁচাতে এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকেও পিটিয়ে গুরুতর আহত করে। সন্ত্রাসীরা আমাকে এখনো হুমকি ধমকি দিচ্ছে, যারফলে আমি ও আমার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। এ ব্যাপারে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।