মু. শাহাদাত হোসেন নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার নাঙ্গলকোটে নিখোঁজের তিনদিন পর সেচ করা পুকুরের গর্ত থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার জোড্ডা পুর্ব ইউনিয়নের জোড্ডা মিয়াজি বাড়ীর পাশ্ববর্তী সেচ করা একটি পুকুরের গর্তের কাঁদার ভেতর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। সে মিয়াজি বাড়ীর মরহুম সামছুল হকের ছেলে এনামুল হক (৬০)। নিহতের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে পরিবারের সদস্যদের হাতে তিনি খুন হয়েছেন। উল্লেখ্য, গত সোমবার রাত থেকে তিনি নিখোঁজ হয়। পুলিশ নিহত এনামুল হকের তিন ছেলে, স্ত্রী ও বড় ছেলের স্ত্রীকে জিজ্ঞাসা বাদের জন্য আটক করেছে। তারা হলেন নিহতের বড় ছেলে নুর মোহাম্নদ সুমন (৩২), মেজো ছেলে নুর আলম সুজন (৩০), ছোট ছেলে শাহপরান (২০), নিহতের স্ত্রী ও সুমনের স্ত্রী। সহকারী পুলিশ সুপার ( চৌদ্দগ্রাম সার্কেল) মোহাম্মদ সাইফুল ইসলাম, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ( ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী, পুলিশ ইনভেস্টিগেশন অফ পিবিআই ও ক্রাইম ব্রাঞ্চ সিআইডি ঘটনার স্থল পরিদর্শন করেন এবং নিহতের ঘরের বিভিন্ন স্তান থেকে রক্তের নমুনা সংগ্রহ করেন।নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ( ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাস্হল থেকে লাশ উদ্ধার করা হয়েছে ও জিজ্ঞাসাবাদের কাজ চলছে। থানায় জিজ্ঞাসাবাদের পর নিহতের ছেলে সুমন হত্যার কথা শিকার করেছে।