নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারীতে যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করা হয়েছে।দিবসটি উপলক্ষে বাংলাদেশ আওয়ামিলীগ বাইশারী ইউনিয়ন শাখার উদৌগে সকাল ৮ টার সময় বাইশারী বাজারস্থ দলীয় কার্যালয়ে সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুরের নেতৃত্বে বিভিন্ন অংগ ও সহ যোগি সংগঠন জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এর পরই জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ৯টায় আওয়ামিলীগ অংগ ও সহযোগী সংগঠন স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে লাখো শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়া বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ পরিদর্শক এনামুল হক ভূইয়ার নেতৃত্ব পুলিশ সদস্য বৃন্দ, বাইশারী ইউনিয়ন পরিষদ , বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজ, বাইশারী বালিকা উচ্চবিদ্যালয়, শাহ নুরুদ্দিন দাঝিল মাদ্রাসা, বাইশারী ইসলামি আদর্শ বলিকা দাখিল মাদ্রাসা নারিচবুনিয়া দাখিল মাদ্রাসা, বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাইশাী মডেল নুরানি এবতেদায়ী মাদ্রাসা, নারিচবুনিয়া সরকারি প্রাঃবিঃ,টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প সহ বিভিন্ন সামাজিক সংগঠন বিজয় দিবসটি যথাযত রাষ্ট্রীয় মর্যাদায় পালন করে।