আব্দুর রশিদ, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজার চত্বরে হাজী মাকের্টে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন হয়েছে।
হাজী এন্টারপ্রাইজ এজেন্টের মাধ্যমে ইসলামী ব্যাংকিং সেবার সুফল জনগনের দ্বোরগোড়ায় পৌছে গেলো। এতে প্রবাসীদের একাউন্টের মাধ্যমে রেমিট্যান্সের জন্য ২% নগদ বোনাস সুবিধার জন্য অনেক অর্থ ও সময়ের সাশ্রয় হবে।
বৃহস্পতিবার বেলা ১২টায় ইসলামী ব্যংকের ঈদগাঁও শাখার প্রধান মো: মনছুর হায়াত এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যন ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন মংলা ওয়াই মার্মা, বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: এনামুল হক, বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন মো: আলম কোম্পানি, বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও বাইশারী বাজার ব্যবসায়ী সমিতির সভাতি জাহাঙ্গীর আলম বাহাদুর, নাইক্ষ্যংছড়ি সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুস সত্তার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল আলম,বাইশারী স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ ওমর ফারুক, বাইশারী বাজার ব্যবসায়াী ইলিয়াছ, বাজার ব্যবসায়াী মীম সালে আহমদ। এতে স্বাগত বক্তব্য দেন এজেন্টের স্বত্ত্বাধিকারী মো: রফিক।
সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এন, কে রাশেদ, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যংকের উর্ধধতন কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং গণমান্য ব্যক্তিবর্গ অনুষ্টানে অংশগ্রহণ করেন।