নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন থেকে চুরি হওয়া মোটরসাইকেল নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে কক্সবাজারের লিংকরোড থেকে উদ্ধার করা হয়েছে
বিষয়টি ২৫ জুন শুক্রবার সকালে নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন।
তিনি জানান, গত ১৮ জুন সোনাইছড়ি থেকে চুরি হয়ে যাওয়া একটি ডিসকাভার মোটরসাইকেল গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে ও দিকনির্দেশনায় সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মির্জা জহির উদ্দিনের নেতৃত্বে এসআই মুফিজউদ্দিনসহ সঙ্গীয় ফোর্স অভিযানে কক্সবাজার জেলার লিংকরোড নামক এলাকা থেকে চোরচক্র সিন্ডিকেটের দুই সদস্য রামু উপজেলার মিঠাছড়ি ইউনিয়নের মিঠাছড়ি গ্রামের মৃত আবুল হাসেমের পুত্র সোনা মিয়া (৩৫), কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের কুতুবদিয়া পাড়ার নাজিম উদ্দিনের পুত্র মুহাম্মদ জয়নাল(৩০) সহ মোটরসাইকেলটি উদ্ধার করতে সক্ষম হয়। থানা সূত্রে জানা যায়,
আটককৃত চোরচক্র সিন্ডিকেট সদস্যরা চুরির ঘটনা স্বীকার করেছেন আজ শুক্রবার সকালে আটককৃত দুই আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে জেল হাজতে পাঠানো হবে বলে জানান।