Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থল মাইনবিস্ফোরণে রোহিঙ্গা তরুণের মৃত্যু

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থল মাইনবিস্ফোরণে রোহিঙ্গা তরুণের মৃত্যু

আবদুর রশিদ নাইক্ষ্যংছড়িঃ  বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিষ্ফোরণে এক রোহিঙ্গা তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ৪০ নম্বর পিলারের নিকটবর্তী রেজু আমতলী এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এক (ওয়েষ্ট) এর আশ্রিত রোহিঙ্গা নাগরিক এমদাদ হোসেনের দুই ছেলে জাবের ও মোঃ হোসেন সীমান্তের নো-ম্যান্স ল্যান্ড এলাকায় যায়।এসময় মিয়ানমার সীমান্তের মেইন পিলার নং- ৪০ এর কাছাকাছি পৌছামাত্র মাটিতে পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণে ঘটনাস্থলেই মারা যান রোহিঙ্গা তরুণ মোঃ জাবের (১৪)।
ঘটনার পরপরই জাবেরের সাথে থাকা তাঁর ভাই মোঃ হোসেন ঘটনার বিষয়ে তাঁর মা-বাবাকে জানায়।পরে ঘুমধুম পুলিশ ও ৩৪ বিজিবির সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সেপেক্টর (তদন্ত) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply