উখিয়া, কক্সবাজার, প্রতিনিধি:
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু গ্রামে টানা বর্ষণে প্লাবিত এলাকা ও ক্ষতিগ্রস্ত পরিবার সমুহের খোঁজ খবর নিতে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস। সোমবার বিকেলে তুমব্রুতে ভাঙ্গন কবলিত রাস্তাঘাট,বসতবাড়ি,ক্ষতিগ্রস্ত লোকজনের খোঁজ খবর নেন ইউএনও। ক্ষতিগ্রস্ত এলাকা সমুহ যত দ্রুত সম্ভব সংস্কারে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বস্ত করেন।আর যে সমস্ত লোকের বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে,তাদের ক্ষত শোকাতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার প্রতিশ্রুতি দেন সালমা ফেরদৌস।
এসময় ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ, ঘুমধুম ইউনিয়ন যুবলীগের সভাপতি ছৈয়দুল বশর ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।