নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
নাইক্ষ্যংছড়িতে লকডাউনে প্রশাসনের টহল জোরদার করা হয়েছে। ৭ আগস্ট শনিবার দুপুর ২ টা বাইশারী বাজারে উপজেলা প্রশাসন,ও পুলিশ সদস্যরা বাইশারী বাজার অলি-গলিতে টহল দিতে দেখা গেছে উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল বাইশারী বাজার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন। এ সময় খাবার হোটেল খোলা রাখায় ২ হোটেল মালিককে তিন হাজার টাকা জরিমানা করেন তিনি। হোটেল ২টি হলো জাহাঙ্গীর ম্যাচ কে ২ হাজার টাকা, রাশিয়া ঝাল বিতান এন্ড কুলিং কর্ণার কে ১ হাজার টাকা করে মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলার নবাগত নির্বাহী অফিসার বেগম সালমা ফেরদৌস বলেন, উপজেলার বিভিন্ন অলিতে-গলিতে ঘুরে ঘুরে দেখেছেন এবং স্বাস্থ্য বিধি সম্পর্কে সবাইকে সচেতন করছেন। পাশাপাশি মাস্কও বিতরণ করেছেন। এর পরও যারা সরকারি আইন অমান্য করবেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্তা নেওয়া হচ্ছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন জানান, নাইক্ষ্যংছড়িতে কঠোর ভাবে লকডাউন পালিত হচ্ছে। উপজেলার ১২টি স্থানে পুলিশের বিশেষ টিমের পাহারা বসানো হয়েছে।তারা সবকিছু কঠোরভাবে নজর দারিতে রেখেছেন।
তিনি আরো বলেন, সরকার নির্দেশিত সবধরনের বিধি নিষেধ পালনের চেষ্টা করা হচ্ছে নাইক্ষ্যংছড়িতে।