Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নাইক্ষ্যংছড়িতে প্রথম গণটিকা কাযর্ক্রম সম্পন্ন,  নেট সমস্যামান এলাকার তালিকাতেই টিকা দেয়া হয়

নাইক্ষ্যংছড়িতে প্রথম গণটিকা কাযর্ক্রম সম্পন্ন, নেট সমস্যামান এলাকার তালিকাতেই টিকা দেয়া হয়

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
গণটিকা কাযর্ক্রম সম্পন্ন  হয়েছে সীমান্ত জনপদ নাইক্ষ্যংছড়িতে ।  শনিবার সকাল সাড়ে ৯ টায় শুরু হওয়া উপজেলার ৫ ইউনিয়নে  ৫ টি কেন্দ্রের  প্রতিটি তে ৩ টি করে মোট  বুথ ছিল ১৫ টি । এসবের   প্রত্যেকটিতে  ২০০ করে টিকা দেয়া হযেছে। তবে নেট সমস্যামান ৩ ইউনিয়নে ৩ এলাকাতে তালিকাতেই টিকা দেয়া হয়েছে। 

এদিকে এ উপজেলার ৫ ইউনিয়নে কাযর্ক্রম পরিদর্শন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নিবার্হী অফিসার সালমা ফেরদৌস,নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ জাহিদ রাতুলও নাইক্ষ্যংছড়ি হাসপাতাল প্রধান (টিএইচ) ডা:এ জেট এম ছলিম।

  ডা: এ জেট এম ছলিম বলেন,উপজেলায় ইউনিয়ন রয়েছে ৫ টি। তন্মধ্যে নেটওয়ার্ক নেই ৩ ইউনিয়নে। এ তিন ইউনিয়ন হলো ঘুমধম,সোনাইছড়ি ও দৌছড়ি। এ সব ইউনিয়নে শুধু তালিকা করেই দেযা  হয়েছে এ গণটিকা। 

  তিনি আরো বলেন, শনিবার গণটিকা কাযর্ক্রম সূশৃংখলভাবে শেষ হযেছে। কোন সমস্যা হয নি।

বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলম কোম্পানী বলেন তার ইউনিয়নে মোট ৬ শত লোককে টিকা নিয়ে  ফিরছেন স্ব-স্ব বাড়িতে।
এ দিকে গণটিকা গ্রহনকারী মংচিন মার্মা,হানিফ মিযা ও কামাল ছিদ্দিক এ প্রতিবেদককে বলেন,তারা বিনা সমস্যায় টিকা কেন্দ্রে গিযে টিকা দিতে পেরেছেন। প্রচন্ড বৃষ্টিতে লোক
জন প্রচুর ছিলো। ভীড় ও ছিলো।

About Syed Enamul Huq

Leave a Reply