উখিয়া, কক্সবাজার প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে মিয়ানমার থেকে চোরাই পথে অবৈধভাবে আসা ১৩ টি গরু উদ্ধার এবং এক চোরাকারবারি কে আটক করেছে পুলিশ।
থানা সুত্রে জানাগেছে, ৬ জুলাই দিবাগত রাত দেড়টার দিকে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ(পুলিশ পরিদর্শক) মুহাম্মদ আলমগীর হোসেন’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে নাইক্ষ্যংছড়ি সদর ইউপির সীমান্ত এলাকা ৭নং ওয়ার্ডের চেরারকুলস্থ জনৈক আবুল হোসেন’র বসতবাড়ীর পশ্চিমে মেহগনি গাছের বাগানের ভিতরে লুকিয়ে রাখা অনুমান ৮ লাখ ৮৫ হাজার টাকা মুল্যের বিভিন্ন আকৃতির ৭ টি বলদ,৬টি ষাড় সহ ১৩ টি গরু উদ্ধার করা হয়।এসব চোরাই গরু পাচারে জড়িত সদর ইউপির চেরারকুলের বশির আহমদের ছেলে মোঃ কামাল মিয়া(৩০) কে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণে প্রক্রিয়া চলছে বলে সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন।