ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নবীপুর গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জমিলা আখতার (৬৫) ও হেনা বেগম (৬০) নামে দু’জন মারা গেছেন৷
বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোররাতে রান্না ঘরের গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।
জমিলা আক্তার নবীপুর নয়াহাটির গ্রামের আবু হাশেম মিয়ার স্ত্রী এবং বেড়াতে আসা লাপাং গ্রামের মৃত নুরুল ইসলামের স্ত্রী হেনা বেগম। দুইজন সম্পর্কে দুইবোন হউন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জমিলা আখতার বৃহস্পতিবার রাতে শবে বরাতের রোজা রাখার উদ্দেশ্য রান্না করতে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। আশংকাজনক অবস্থায় তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর নিয়ে আসলে জমিলা আখতার মারা যায় ও ঢাকা নেওয়ার পথিমধ্যে হেনা বেগম মৃত্যু হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিলিন্ডার বিস্ফোরণে দু’জনের শরীর ঝলসে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হয় গ্যাস লিকেজের ফলেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে দুজনের মরদেহ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।