ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফেসবুক লাইভে এসে বিষপান করেছেন আরফান হাসান সাকিব (২০) নামে এক যুবক।
রোববার (১২ জুন) দুপুরে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে আরফান হাসান রাকিবের সাথে একই ইউনিয়নের পূর্ব কৃষ্ণনগর গ্রামের মফিজুল ইসলামের মেয়ে মাহিমা আক্তারের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত তিনমাস পূর্বে তাদের কোর্ট ম্যারেজ হয়। কোর্ট ম্যারেজ হওয়ার পর তাদের বিয়ে মেনে নেওয়া হবে বললেও মেনে নেয়নি তরুণীর বাবা। এই ঘটনায় রোববার দুপুরে নিজের ফেসবুক থেকে লাইভে এসে স্ত্রীর বাবা-মা’কে দায়ী করে বিষপান করেন রাকিব। বিষ পানের পর স্থানীয়রা বিষয়টি টের পেলে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছেলে এবং মেয়ে দুজনেই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পরিবার তাদের এই সম্পর্ক মেনে না নেওয়ায় ওই যুবক বিষ পানে আত্মহত্যা চেষ্টা করেছে। তাকে উন্নত চিকিৎসা জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে।