সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি :
মুন্সিগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সিরাজদিখান থানার নবাগত অফিসার ইনচার্জ এসএম জালাল উদ্দিনের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১১ টায় সিরাজদিখান প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাবেদুর রহমান যুবায়ের এর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এ-সময় সিরাজদিখান থানার নবাগত ওসি এসএম জালালউদ্দিন কে সিরাজদিখান প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে বরন করেন। মতবিনিময় আলোচনা সভায় বক্তব্য রাখেন রাখেন কাজী নজরুল ইসলাম বাবুল, মোহাম্মদ মোক্তার হোসেন, শামসুজ্জামান পনির, ইমদাদুল হক পলাশ। নবাগত ওসি এস এম জালাল উদ্দিন তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। এ-সময় উপস্থিত ছিলেন মাসিক বিক্রমপুর পত্রিকার সম্পাদক সিরাজদিখান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক পলাশ সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুজ্জামান পনির, সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল,সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মোক্তার হোসেন সহ সিরাজদিখান প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।